Friday, 9 July 2010

একটা কবিতা লিখলাম

No Mercy
শিরোনামহীন
========
ফায়সাল শরীফ
+++++++++++

পিশাচের ডানায় ভর করেছে স্বপ্ন

রক্তের বন্যতায় হয়ে যাই মাতাল

গজবের শিঙ্গায় ফুক দিয়ে চেপে ধরি শয়তানের ঠুটি।

অট্টহাসি করে উঠি হায়েনার মতো

নাগিনীর নীল বিষে চিন্তা হয় নষ্ট।

শয়তান দেহলোভীর প্রলয় নাচনে কেপে উঠে বুকের পিঞ্জিরা

শকুনীরা খাবলে নিচ্ছে মাংস

তবুও একপাশে বসে পদ্য রচনা করি নির্বীর্য পুরুষের মতো।

No comments:

Post a Comment