ব্যতিক্রম গ্রন্থাগার!
সারা বিশ্বে কিছু ব্যতিক্রমধর্মী বহন পদ্ধতির মাধ্যমে বই পড়ার কাজ সম্পন্ন করা হয়ে থাকে, যা শুনে চমকিতই হতে হবে আপনাকে!
এসবের মধ্যে কেনিয়ার একটি গ্রন্থাগার রয়েছে, যা কিনা উট বহন করে। এখানে একটি উট ৫০০টি বই বহন করে এবং অন্য একটি উট তাঁবু বহন করে। এ ছাড়া সেখানে তৃতীয় একটি উট অতিরিক্ত হিসেবে থাকে। এটি একটি উল্লেখযোগ্য ভ্রাম্যমাণ গ্রন্থাগার হিসেবে খ্যাত। বিশ্বের অন্যান্য ভ্রাম্যমাণ গ্রন্থাগারে বই বহন করার কাজে গাধা, নৌকা, সাইকেল, বাস ও ট্রেন ব্যবহূত হয়।
মূল্যবান বই ও পাণ্ডুলিপি
দ্য কোডেক্স হ্যামার (আগের নাম কোডেক্স লিসেসটার) নামের এ বইটি ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্রি হয় পাক্কা দুই কোটি ৮৮ লাখ ডলারে! আর পাউন্ডের পরিমাপে এর অঙ্কটি হলো এক কোটি ৮৬ লাখ ৪৩ হাজার ১৯০ পাউন্ড। সে সময় মোটা অঙ্কের টাকা খরচা করে এ বইটি কিনেছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কোডেক্স ছিল চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চির অন্যতম একটি নোটবই, যেখানে লিপিবদ্ধ ছিল তাঁর নানা চিত্রকর্ম।
জন জেমস আডুবনসের লেখা দ্য বার্ডস অব আমেরিকা (১৮২৭-৩৮) বইটি ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বিক্রি হয় ৮০ লাখ মার্কিন ডলারে বা ৫১ লাখ ৮৭ হাজার ৭৩১ পাউন্ডে। আর ছাপা হওয়া পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বই হিসেবে পরিচিতি পেয়েছে এ বইটি। ঢাউস আকৃতির এই বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় নানা ধরনের প্রায় ৪০০ রঙিন পাখির ছবি খোদাই করা আছে।
এযাবৎকালের মুদ্রিত বইগুলোর মধ্যে অন্যতম দামি একটি বই হলো জিওফ্রে চসারের দ্য ক্যানটারবারি টেলস (সি ১৪৭৭)। ১৯৯৮ সালে লন্ডনে এ বইয়ের মাত্র একটি সংখ্যা বিক্রি হয়েছিল ৪৬ লাখ ২১ হাজার ৫০০ পাউন্ড দামে, যা মার্কিন ডলারে ৭৫ লাখ ৭০ হাজার ৯৪১ দাম পড়ে।
১৬২৩ সালে উইলিয়াম শেক্সপিয়ারের কাজ করা ফার্স্ট ফলিও ২০০১ সালে লন্ডনে বিক্রি হয়, যার মূল্য ছিল ৪১ লাখ ৫৬ হাজার ৯৪৭ পাউন্ড বা ৬১ লাখ ৬৬ হাজার মার্কিন ডলার।
১৯৮৭ সালে গুটেনবার্গ বিবলিওর মুদ্রিত একটি দুর্লভ বইয়ের সংখ্যা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্রি হয়েছিল ৫৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা ৩২ লাখ ৬৪ হাজার ৬৮৮ পাউন্ড।
—মোছাব্বের হোসেন
সূত্র: ওয়ান্ডার ফ্যাক্টস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment