১০ বছর পরও যদি কাউকে ২০১০ বিশ্বকাপের কথা জিজ্ঞেস করা হয়, সবার আগে কী বাজবে কানে? অবশ্যই মৌমাছির মতো আওয়াজ তোলা হাজার হাজার ভুভুজেলার মিলিত গুঞ্জন। ভুভুজেলাই তাই হয়ে উঠেছে ২০১০ বিশ্বকাপের প্রতীক! বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় কনফেডারেশনস কাপ থেকে এর বিরুদ্ধাচরণ শুরু—বন্ধ করো এই বিষম বাঁশি! কান পাতা যে দায়! কিন্তু কে শোনে কার কথা। শুধু আফ্রিকাবাসীই নয়, বিশ্বের লাখ লাখ মানুষ ভুভুজেলা বাজিয়েছে। প্লাস্টিকের রংচঙে এই বাঁশি টিভি দর্শক-খেলোয়াড়দের এত জ্বালিয়েছে, কিন্তু তার পরও বিশ্বকাপ শেষে অনেকেই হয়তো মনের অজান্তে কান পেতে ছিল বেসুরো সুর শুনতে। তবে ভুভুজেলাকে থামিয়ে দেওয়াও হয়েছিল অনেক জায়গায়। নিষিদ্ধ করা হয়েছিল অনেক হোটেলে কিংবা ব্যক্তিগত কোনো চৌহদ্দিতে। ফিল্টারের ব্যবস্থা করা হয়েছিল টিভি চ্যানেলগুলোর জন্য। ভুভুজেলা বেচে যেমন লাখ লাখ টাকা আয় করেছেন অনেক ব্যবসায়ী, তেমনি অনেকে আবার ভুভুজেলার প্যাঁ-পোঁ থেকে রেহাই দিতে কানের ফিল্টার বেচেও আখের গুছিয়েছে।
প্রথম-আলো
তারিখ: ১৮-০৭-২০১০
No comments:
Post a Comment