বাংলায় ই-মেইল লিখার একটি চমত্কার ওয়েবসাইট হলো ই-মেইল বাংলা। এইখানে খুব সুন্দর করে লিখা আছে কিভাবে বাংলায় ই-মেইল লিখা যাবে। টাইপ করা যাবে ফোনেটিক-এর মাধ্যমে। এইখানে বাংলায় লিখতে হলে গ্রাহক হতে হয়। গ্রাহক বিনামূল্য হওয়া যায় ।
ইংরেজিতে লিখলেই তা বাংলা হয়ে যাবে। যেমন ধরুন, আপনি লিখতে চান "ঘুড়ি"। তাহলে আপনাকে লিখতে হবে: ghu(shift+r)i
ইমেইল বাংলায় রেজিস্টার করার পর আপনি অন্য যে কাউকে তাদের ( ইয়াহু, জি-মেইল, হটমেইল ইত্যাদি) ইমেইল অ্যাকউন্টে বাংলায় ইমেইল করতে পারবেন। যদি খুব পুরানো কম্পুটার না হয় তাহলে তাঁরা বাংলা দেখতে পারবেন কোনো কিছু ইনস্টল ছাড়াই।
এই লিংকটি ক্লিক করে ইংরেজি কিবোর্ডে, বাংলা অক্ষর লেখার পদ্ধতি জেনে নিন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment