Saturday, 3 July 2010

এবার কোন সফটওয়্যার ছাড়াই এক ক্লিকে বাংলা লিখুন যেকোন সাইটের যেকোন যায়গায়

গুগল টুল দিয়ে  এবার কোন সফটওয়্যার ছাড়াই এক ক্লিকে বাংলা লিখুন যেকোন সাইটের যেকোন যায়গায় .

গুগলের সাজেশনভিত্তিক ফোনেটিক বাংলা লেখার টুলটা অনেকেই হয়ত ব্যবহার করেছেন । পারফরম্যান্সের দিক দিয়েও টুলটা বেশ । কিন্তু আরেকটা ফিচার কি কেউ খেয়াল করেছেন ? এই গুগল ট্রান্সলিটারেট ব্যবহার করে আপনি ইচ্ছা করলেই যেকোন সাইটের যেকোন টেক্সট বক্সে লিখতে পারেন । ট্রান্সলিটারেট পেজে লিখে কপি-পেষ্ট করার কোন দরকারই নেই । এজন্য একটা বুকমার্কলেট যোগ করে নিতে হবে



১. প্রথমে http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_bn.html এই ঠিকানায় যান । Storing The Transliteration Bookmarklet অংশে [অ Type in Bengali] লিংটা আপনার ব্রাউজারের বুকমার্ক বারে টেনে ছেড়ে দিন । ব্যস! টুলটা এড করা শেষ !



২.এখন কোন সাইটে প্রবেশ করে যেখানে লিখবেন সেখানে কার্সর নিন । বুকমার্কলেটটাতে ক্লিক করুন । একটা অ লিখা আসবে ( বোল্ড করে ) , আপনি এবার যা লিখতে চান তা লিখে ফেলুন । একটা শব্দ লিখে স্পেসবার চাপা মাত্রই গুগল এটাকে বাংলায় লিখে দিবে



৩. যেমন ধরুন আমি লিখব " কেমন আছেন " … তাহলে আমাকে লিখতে হবে " kemon achen ( kemon লিখে স্পেস দেবার পর এটা " কেমন " যাবে ) ।

আবার কোন কারনে যদি আপনার দরকারী শব্দটা না এসে অন্যটা আসে তবে ব্যাক-স্পেস দিন । গুগল আপনাকে একটা লিস্ট দেখাবে , সেখান থেকে আপনার দরকারী শব্দটা বেছে নিন



৪. আপনি যদি ঐ টেক্সট বক্সে ইংরেজী লিখতে চান তবে বুকমার্কলেটটাতে আবার ক্লিক করুন । দেখবেন "অ" লেখাটা "অ" হয়ে গেছে ( বোল্ড থেকে আন-বোল্ড ) । তারমানে আবার ইংরেজী চালু হয়ে গেছে !



এবার বাংলা লিখুন সবখানে …

No comments:

Post a Comment