Friday, 2 July 2010

ফোনেটিক কিবোর্ড ব্যবহার করে সহজে বাংলা লেখা

বাংলা কিবোর্ড না জেনেই এই সিস্টেমে বাংলা লেখা যায়। বাংলা শব্দ ইংরেজীতে টাইপ করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাংলা অক্ষরে রূপান্তরিত হয়।

নিম্নের ফোনেটিক বর্ণ ম্যাপ দেখে বাংলা উচ্চারণ ইংরেজিতে লিখুন। ফোনেটিকে 'কার' গুলি ব্যাঞ্জনবর্ণের পরে লিখতে হবে। মনে রাখুন, ফোনেটিকে লেখা কেস সেনসিটিভ


কিভাবে ফোনেটিক বাংলা লিখবেন?

কিছু উদাহরণ:

মুখোশ = mukhosh

আমি = Ami

 
যুক্তাক্ষর কিভাবে লিখবেন?

যুক্তাক্ষর লিখতে দুটি বর্ণের মাঝে একটি ‘+’ চিহ্ন ব্যাবহার করুন। মনে রাখুন, ফোনেটিকে লেখা case sensitive.


কিছু উদাহরণ:

রাষ্ট্র = ras+t+ro

মস্ত = mos+To

অর্ক = aor+ko


 
ফোনেটিক বর্ণ ম্যাপঃ বাঞ্জনবর্ণ



ফোনেটিক বর্ণ ম্যাপঃ স্বরবর্ণ, 'কার' ও 'ফলা'


No comments:

Post a Comment