সম্প্রতি গুগল নতুন একটি সেবা চালু করেছে। যেটি ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট শহর বা এলাকার সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জানা যাবে। গুগল সার্চ বক্সে sunset এবং sunrise শব্দ ব্যবহার করে এ কাজটি করা যাবে। যেমন, sunset Dhaka লেখা হয়, তবে ওই দিন কখন ঢাকার সূর্য অস্ত যাবে তা জানা যাবে। সে সঙ্গে এখন থেকে ঠিক কত সময় বাকি আছে, সেটিও উল্লেখ করা হয়। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বের প্রায় সব জায়গার জন্য এই সুবিধাটি ব্যবহার করা যাবে। নির্দিষ্ট স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এবং স্থানীয় সময় গণনা করে এটি প্রকাশ করা হয়। তাই এটি সবসময়ই সঠিক ফলাফল দেখাবে। প্রাতঃভ্রমণে বের হওয়ার আগে অথবা দিনের শেষে কোনো নির্দিষ্ট কাজ করার পরিকল্পনা করার জন্য এটি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে।
Your Ad Here. Click here to view your add.
Your Ad Here. Click here to view your add.
No comments:
Post a Comment