Monday, 19 July 2010

জ্যোতিষী পল



ডিয়েগো ফোরলান, টমাস মুলার, ডেভিড ভিয়া...বিশ্বকাপের তারকার তালিকায় পলকে রাখবেন না! ম্যাচের ফল আগাম বলে দিয়ে গুনিন অক্টোপাসও বিশ্বকাপের জ্বলজ্বলে তারকা। ফাইনালসহ আট-আটটি ম্যাচেরই সঠিক ভবিষ্যদ্বাণী করায় প্রাণীটির নাম মানুষের মুখে মুখে। বিশ্বকাপের আগে ২০০৮ ইউরোতেও মাত্র ছয় মাস বয়সে কেরামতি দেখিয়েছিল অক্টোপাসটি। এবারের বিশ্বকাপে কেবল জার্মানির ম্যাচগুলো দিয়ে শুরু হয়েছিল তার ভবিষ্যৎ গণনা। তবে প্রথম সাতবার শুধু জার্মানির ম্যাচেরই ভবিষ্যৎ দেখেছিল সে। তাতে জার্মানির দুটো পরাজয়ের ভবিষ্যদ্বাণীও ছিল। তাই জার্মানদের কাছ থেকে জুটেছিল মৃত্যুর হুমকি আর স্প্যানিশদের কাছ থেকে ভালোবাসা। তবে জার্মানিবিহীন ফাইনালের ফলও আগাম বলে দিয়েই বাজিমাত। ফাইনালের নায়ক ইনিয়েস্তা তো তাকেই নায়ক মানছেন! এরই মধ্যে পশু অধিকার সংস্থা পেটাও সোচ্চার হয়েছিল পলের মুক্তি চাই বলে। মুক্তি অবশ্য একরকম মিলেই গেছে। জ্যোতিষীর কাজ থেকে অবসর নিয়ে ফেলেছে পল।

প্রথম-আলো
তারিখ: ১৮-০৭-২০১০

No comments:

Post a Comment