১৯৯০ সালে বিশ্বকাপের সেমিফাইনালে ইতালির বিপক্ষে খেলার ৬৭ মিনিটে আর্জেন্টিনার ক্লডিও ক্যানিজিয়া গোল করেন। এই গোলটির আগ পর্যন্ত ইতালিয়ান গোলরক্ষক ওয়ালটার জেঙ্গা ৫১৭ মিনিট কোনো গোল হজম করেননি।
১৯৮২ সালের বিশ্বকাপে এল-সালভাদরের বিপক্ষে ম্যাচে হাঙ্গেরির ল্যাজিও কিস ৬৯ মিনিটে প্রথম গোল করার পরবর্তী আট মিনিটের মাথায় হ্যাটট্রিক করেন। বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের ঘটনা।
১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপের আয়োজন করে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরের কোনো দেশের এটাই প্রথম বিশ্বকাপ আয়োজন।
এযাবৎ ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হয়েছে, ১৭১টি।
বিশ্বকাপের গোলদাতাদের তালিকায় সবচেয়ে বেশি ১৫টি গোল নিয়ে এগিয়ে আছেন ব্রাজিলের রোনালদো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে জার্মানির গার্ড মুলার (১৪টি) এবং ফ্রান্সের জ্যা ফন্টেইন (১৩টি)। বর্তমান খেলোয়াড়দের মধ্যে জার্মানির মিরোস্লাভ ক্লোসা ১০ গোল নিয়ে আছেন সপ্তম স্থানে।
পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেও চ্যাম্পিয়ন হতে পারেনি ১৯৭৪ বিশ্বকাপে স্কটল্যান্ড (১ জয়, ২ ড্র), ১৯৭৮ বিশ্বকাপে ব্রাজিল (৪ জয়, ৩ ড্র), ১৯৮২ সালে ইংল্যান্ড (৩ জয়, ২ ড্র), ক্যামেরুন (৩ ড্র) এবং ১৯৯৮ সালে বেলজিয়াম (৩ ড্র)।
এ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে পারিবারিক নাম গঞ্জালেস এমন খেলোয়াড়ের সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্বকাপে অনুষ্ঠিত খেলাগুলোতে ১-০ গোলে জয় হচ্ছে সবচেয়ে বেশি বার সংঘটিত ফল।
ওয়েবসাইট অবলম্বনে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment