Sunday, 4 July 2010

বিশ্বকাপ ফুটবল

 ১৯৯০ সালে বিশ্বকাপের সেমিফাইনালে ইতালির বিপক্ষে খেলার ৬৭ মিনিটে আর্জেন্টিনার ক্লডিও ক্যানিজিয়া গোল করেন। এই গোলটির আগ পর্যন্ত ইতালিয়ান গোলরক্ষক ওয়ালটার জেঙ্গা ৫১৭ মিনিট কোনো গোল হজম করেননি। 
 ১৯৮২ সালের বিশ্বকাপে এল-সালভাদরের বিপক্ষে ম্যাচে হাঙ্গেরির ল্যাজিও কিস ৬৯ মিনিটে প্রথম গোল করার পরবর্তী আট মিনিটের মাথায় হ্যাটট্রিক করেন। বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের ঘটনা। 
 ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপের আয়োজন করে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরের কোনো দেশের এটাই প্রথম বিশ্বকাপ আয়োজন। 
 এযাবৎ ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হয়েছে, ১৭১টি। 
 বিশ্বকাপের গোলদাতাদের তালিকায় সবচেয়ে বেশি ১৫টি গোল নিয়ে এগিয়ে আছেন ব্রাজিলের রোনালদো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে জার্মানির গার্ড মুলার (১৪টি) এবং ফ্রান্সের জ্যা ফন্টেইন (১৩টি)। বর্তমান খেলোয়াড়দের মধ্যে জার্মানির মিরোস্লাভ ক্লোসা ১০ গোল নিয়ে আছেন সপ্তম স্থানে। 
 পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেও চ্যাম্পিয়ন হতে পারেনি ১৯৭৪ বিশ্বকাপে স্কটল্যান্ড (১ জয়, ২ ড্র), ১৯৭৮ বিশ্বকাপে ব্রাজিল (৪ জয়, ৩ ড্র), ১৯৮২ সালে ইংল্যান্ড (৩ জয়, ২ ড্র), ক্যামেরুন (৩ ড্র) এবং ১৯৯৮ সালে বেলজিয়াম (৩ ড্র)।
 এ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে পারিবারিক নাম গঞ্জালেস এমন খেলোয়াড়ের সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্বকাপে অনুষ্ঠিত খেলাগুলোতে ১-০ গোলে জয় হচ্ছে সবচেয়ে বেশি বার সংঘটিত ফল।
ওয়েবসাইট অবলম্বনে 

No comments:

Post a Comment