Tuesday, 6 July 2010

ইংরেজি সপ্তাহের নাম কিভাবে এলো জানেন কি?





প্রাচীন ব্যাবিলিয়ন ও রোমানরাই আকাশের বিভিন্ন গ্রহপঞ্জি ও অন্যান্য জিনিসের সঙ্গে মিলিয়ে সপ্তাহের দিনগুলোর নামকরণ করেছে। বাংলায়ও এর সঙ্গে মিল পাওয়া যায়।

সোমবার (Monday)
বাংলা সোম অর্থ চন্দ্র। তেমনি ইংরেজির Monday এসেছে Moon’s day থেকে।

মঙ্গলবার (Tuesday)
রোমান দেবতা মার্স (Mars)-এর নামানুসারে হয়েছে মঙ্গল গ্রহের নাম। ওই মঙ্গল গ্রহ থেকে হয়েছে বারের নাম মঙ্গলবার। স্ক্যান্ডেনেভিয়ান মিথে যুদ্ধের দেবতা টিউ (Tieu) অথবা টুই (Tiw) থেকে হয়েছে ইংরেজির টুয়েসডে।

বুধবার
রোমান দেবতা মারকিউরি থেকে নামকরণ হয়েছে বুধ গ্রহ, ইংরেজিতে মারকিউরি মানে বুধ। আর বাংলায় বুধ থেকেই বুধবার। মারকিউরি দেবতা স্ক্যানডেনেভিয়ান অঞ্চলে পরিচিত হয়েছেন ওডেন নামে। সেখান থেকে ইংরেজি Wednesday

বৃহস্পতিবার
রোমান দেবতা Jupiter-এর নামে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহের নামানুসারে বৃহস্পতিবার। থর হচ্ছে বর্জ্রের দেবতা, এই থর থেকে ইংরেজিতে থার্সডে।
শুক্রবার
শুক্র গ্রহের নামকরণ করা হয়েছে রোমান সৌন্দর্যের দেবী ভেনাসের নামে। ভেনাস অর্থ শুক্র। তাই শুক্র থেকে শুক্রবার। 

রবিবার
সূর্য—রবি থেকে রবিবার। ইংরেজিতে ফ্রেইরা (Freyja) রোমান প্রেমের দেবী, এই ফ্রেইরা থেকে এসেছে ফ্রাইডে।



Your Ad Here. Click here to view your add.

No comments:

Post a Comment