Wednesday, 28 July 2010

স্নায়ুকোষ ভবিষ্যতের কম্পিউটারের অণুপ্রেরণা!

মানুষের স্নায়ুকোষ যেভাবে গঠিত হয় এবং স্নায়ুকোষগুলো পরস্পরের সঙ্গে যেভাবে যোগাযোগ করে সেই পদ্ধতি ব্যবহার করে ভবিষ্যতের কম্পিউটার তৈরি হবে বলেমনে করছেন ব্রিটিশ গবেষকেরা। কম্পিউটারে ছবি ও শব্দ ব্যবস্থার আরও উন্নয়নের জন্য গবেষকেরা এ পদ্ধতি বেছে নিচ্ছেন।



৫০ বছরেরও বেশি সময় ধরে চলছে কম্পিউটার নেটওয়ার্কের কাজ। তবে এটি কখনোই আসল স্নায়ুকোষের মতো কাজ করে না। এ অসুবিধা দূর করতে ইউনিভার্সিটি অব প্লাইমাউথের কম্পিউটার বিজ্ঞানী টমাস ওয়েনেকারস স্নায়ুকোষের গঠন পদ্ধতি ও কার্যক্রম অনুকরণ করে কম্পিউটার তৈরির চেষ্টা করছেন। এ জন্য তিনি প্রথমে স্নায়ুকোষ সম্পর্কে প্রচুর তথ্য সংগ্রহ করেন। স্নায়ুকোষ কীভাবে মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত হয় তা জানার চেষ্টা করেন। ওয়েনেকারস বলেন, তিনি আশা করছেন, স্নায়ুকোষের গঠন পদ্ধতি অনুসরণ করে কম্পিউটার তৈরি করলে সেন্সরি নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। ওয়েনেকারের মতো আরেক ব্রিটিশ বিজ্ঞানী স্টিভ ফারবার স্নায়ুকোষের গঠন পদ্ধতি অনুসরণ করে কম্পিউটার হার্ডওয়্যার তৈরির চেষ্টা করছেন। ম্যানচেস্টারের এ বিজ্ঞানী বলেন, আমি চাই অদূর ভবিষ্যতে এমন কম্পিউটার তৈরি করতে, যা আচরণ ও অনুধাবন করবে মানুষের মতো। ভবিষ্যতেও এ ধরনের কম্পিউটারের প্রয়োজন প্রচণ্ডভাবে অনুভূত হবে। তাই আমার এ ধরনের হার্ডওয়্যার তৈরির এ প্রচেষ্টা।
 
—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান

No comments:

Post a Comment