সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটি সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ, আজ হোক, কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম।
সংবাদপত্র
প্রথমদিকের নিয়মিত বের হওয়া সংবাদপত্রগুলো আমাদের এখনকার মতো ছিল না। এগুলো প্যাপিরাস পাতার ওপর হাতে লেখা হতো। তারপর সেগুলো পরিবেশকসহ দেশের গণ্যমান্য ব্যক্তি কিংবা পর্যটক যাঁরা ঘরে বসে খবর জানতে ইচ্ছুক, তাঁদের হাতে পৌঁছে দেওয়া হতো। এ ধরনের সংবাদপত্রের প্রচলন সম্ভবত প্রথম শুরু হয় গ্রিক নগরগুলোতে। যেমন— আলেকজান্দ্রায় এ ধরনের সংবাদপত্র ছিল, গ্রিক ভাষায় লেখা এসব সংবাদপত্র খ্রিষ্টপূর্ব ৩২৩ শতক-পরবর্তী সময়ে প্রকাশিত হতো। খ্রিষ্টপূর্ব প্রথম শতকে লাতিন ভাষায় লিখিত পত্রিকা বিলি হতো পুরো রোম সাম্রাজ্যে।
দৈনিক সংবাদপত্র
পূর্ববর্তী সংবাদপত্রগুলোর ধারাবাহিকতায়ই খ্রিষ্টপূর্ব প্রথম শতক থেকে পঞ্চম খ্রিষ্টাব্দের মধ্যে কোনো এক সময়ে প্রকাশিত হতে শুরু করে বিশ্বের প্রথম দৈনিক সংবাদপত্রটি। এটির নামও ছিল সাদামাটা: Acta Diurna বা ‘দ্য ডেইলি নিউজ। রোম সরকার এটি প্রকাশ করত। এটা অনেকটা এখনকার দৈনিকগুলোর মতোই ছিল। সংবাদ, সিনেটের প্রধান আলোচ্য বিষয়, গুরুত্বপূর্ণ মামলা-মোকদ্দমা, সরকারি ঘোষণা, অর্থনৈতিক সংবাদ, জন্ম-মৃত্যুর ঘোষণা, খেলাধুলা ইত্যাদি ঠাঁই পেত এই পত্রিকায়। সম্পাদক, কেরানি, প্রতিবেদকসহ দৈনিকটির বেশ বড় একটি স্থায়ী কর্মীবাহিনীও ছিল।
ছাপার হরফে প্রথম সংবাদপত্র
হান রাজ শাসনের সময় রাষ্ট্রীয়ভাবে সরকারি কর্মচারীদের জন্য টিপাও নামের একটি সংবাদপত্র প্রকাশিত হতো। চীনের মিঙ রাজত্বের সময় প্রকাশিত হতো দ্য কাইইউয়ান জা বাও নামের সংবাদপত্র, এটি ছাপার হরফে প্রকাশিত প্রথম সংবাদপত্র হিসেবে সবচেয়ে শক্ত দাবিদার। কাইইউয়ান জা বাও-এর প্রকাশনা ৭১৩ থেকে ৭৪১ খিষ্টাব্দ পর্যন্ত বজায় ছিল। হাতে লেখা, সিল্কের ওপর ছাপা এই পত্রিকাটিও সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ ছিল কেবল। এই সংবাদপত্রের একটি সংখ্যা এখনো সংরক্ষিত আছে।
সংবাদ সংস্থা
ফ্রান্সে ১৮৩৫ সালে চার্লস হাভাস নামের এক ব্যক্তি প্রথম সংবাদ সংস্থা প্রতিষ্ঠা করেন। বিভিন্ন পত্রিকার প্রতিবেদকেরা তাঁদের সংবাদপত্রের জন্য সংবাদ সংগ্রহ করতেন এই সংবাদ সংস্থা থেকে।
ম্যাগাজিন
বিশ্বের প্রথম ম্যাগাজিনের প্রথম ইস্যুটির নাম ছিল জার্নাল অব দ্য লার্নার্ড। ১৬৬৫ সালের জানুয়ারিতে প্যারিসে এটি প্রকাশিত হয়। এতে বাজারে আসা নতুন বইয়ের বর্ণনা, বিজ্ঞান ও মানবকল্যাণবিষয়ক প্রতিবেদন, আদালত বা বিশ্ববিদ্যালয়সংক্রান্ত বিশেষ বিশেষ লেখা ঠাঁই পেত।
সূত্র : দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট
ভাষান্তর: ইসরাত জাহান
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment