১৯৪৯ সালে ইলিনয়স বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় হাঙ্গেরিয়ান-আমেরিকান গণিতবিদ জন নিউম্যান কম্পিউটার ভাইরাসের প্রথম তাত্ত্বিক ধারণা দেন। অবশ্য কম্পিউটার ভাইরাস শব্দটি তখনো প্রচলিত হয়নি। পরে জনের এই ধারণা থিওরি অব সেলফ রিপ্রডিউসিং অটোমাটা নামে প্রবন্ধাকারে প্রকাশিত হয়।
সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসটির নাম এল্ক কনার। ১৯৮২ সালে একটি অ্যাপল-২ কম্পিউটারের মাধ্যমে রিচার্ড স্কেন্টা নামের ১৫ বছর বয়সী বালক ভাইরাসটি তৈরি করে।
কম্পিউটার ভাইরাস এমন এক ধরনের প্রোগ্রাম, যা নিজে নিজেই কপি হতে পারে এবং কম্পিউটারকে আক্রান্ত করে।
একটি কম্পিউটার ভাইরাস কোনো নেটওয়ার্কের মাধ্যমে বা ফ্লপি ডিস্ক, সিডি, ইউএসবি ড্রাইভ ও ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ছড়াতে পারে। এ ছাড়া ভাইরাসগুলো কোনো নেটওয়ার্ক ফাইল সিস্টেমকে আক্রান্ত করতে পারে, ফলে অন্য যে কম্পিউটার এই সিস্টেমটি ব্যবহার করে, সেগুলোও আক্রান্ত হতে পারে।
অনেক ভাইরাস কম্পিউটারের সরাসরি কোনো ক্ষতি না করলেও নিজেদের অনেক কপি তৈরি করে, যা লেখা, অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে অনাহূতভাবে ঘন ঘন কম্পিউটারের পর্দায় উপস্থিত হয়। এ ছাড়া এগুলো স্বাভাবিক প্রোগ্রামগুলোর প্রয়োজনীয় মেমোরি দখল করে রাখে। ফলে কম্পিউটার ধীরগতির হয়ে পড়ে।
উইকিপিডিয়া অবলম্বনে: সামসুল আলম
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment