Saturday, 7 August 2010

কম্পিউটার ভাইরাস

 ১৯৪৯ সালে ইলিনয়স বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় হাঙ্গেরিয়ান-আমেরিকান গণিতবিদ জন নিউম্যান কম্পিউটার ভাইরাসের প্রথম তাত্ত্বিক ধারণা দেন। অবশ্য কম্পিউটার ভাইরাস শব্দটি তখনো প্রচলিত হয়নি। পরে জনের এই ধারণা থিওরি অব সেলফ রিপ্রডিউসিং অটোমাটা নামে প্রবন্ধাকারে প্রকাশিত হয়।

 সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসটির নাম এল্ক কনার। ১৯৮২ সালে একটি অ্যাপল-২ কম্পিউটারের মাধ্যমে রিচার্ড স্কেন্টা নামের ১৫ বছর বয়সী বালক ভাইরাসটি তৈরি করে।

 কম্পিউটার ভাইরাস এমন এক ধরনের প্রোগ্রাম, যা নিজে নিজেই কপি হতে পারে এবং কম্পিউটারকে আক্রান্ত করে।

 একটি কম্পিউটার ভাইরাস কোনো নেটওয়ার্কের মাধ্যমে বা ফ্লপি ডিস্ক, সিডি, ইউএসবি ড্রাইভ ও ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ছড়াতে পারে। এ ছাড়া ভাইরাসগুলো কোনো নেটওয়ার্ক ফাইল সিস্টেমকে আক্রান্ত করতে পারে, ফলে অন্য যে কম্পিউটার এই সিস্টেমটি ব্যবহার করে, সেগুলোও আক্রান্ত হতে পারে।

 অনেক ভাইরাস কম্পিউটারের সরাসরি কোনো ক্ষতি না করলেও নিজেদের অনেক কপি তৈরি করে, যা লেখা, অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে অনাহূতভাবে ঘন ঘন কম্পিউটারের পর্দায় উপস্থিত হয়। এ ছাড়া এগুলো স্বাভাবিক প্রোগ্রামগুলোর প্রয়োজনীয় মেমোরি দখল করে রাখে। ফলে কম্পিউটার ধীরগতির হয়ে পড়ে।

উইকিপিডিয়া অবলম্বনে: সামসুল আলম

No comments:

Post a Comment