Monday, 16 August 2010

রাজনীতিবিদ + ধর্মবিদ = ???

এট্টু আগে এক বড় ভাইয়ের লগে ফোনেইতেসিলাম। কথায় কথায় এক ইন্ডিয়ান স্বামীর/বাবা'র কথা আইলো। সবাই জানে ইন্ডিয়ান বাবারা ইদানিং কত সভ্য কাম (!) করতাসে। বড়ভাই মানুষ বহুত ভালা. কিন্তু ১৭ ঘন্টা রোজা রাইক্কা মাথার সিস্টেমে গিট্টু লাইগ্গা গেসে। এমনিতে গালিবাজি করেন না কিন্তু এই ধর্মবিদের কথা যখন শুরু হিল তখন ভাইজানের মুখের ব্রেঁক গেসে ফেল হইয়া। পেট খালি কইরা গালি মারসে কিন্তু এর মাঝে একটা বহুত জটিল কথা কইসে যেইটা না পোস্টাইয়া পারলাম না । ঐটা হইলো - রাজনীতিবিদ আর ধর্মবিদ দুই শালায় ধর্ষক; একটা ধর্ষণ করে দেশরে আরেকটা ধর্ষণ করে ধর্মরে । আমার কথাটা খুব মনে ধরসে। আপনাগো কি মনে লয়?

No comments:

Post a Comment