মেষের চার পা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু চীনের শানডং প্রদেশে দুই মাস আগে মাত্র দুই পা নিয়ে জন্মাল এক মেষশাবক। পেছনের দুই পা নেই। দেখে তো আক্কেলগুড়ুম মালিক কুই জিনজিউর।
জিনজিউ বলেন, ‘তাঁর খামারে একই সঙ্গে দুটি মেষশাবকের জন্ম হয়। প্রথমটি হূষ্টপুষ্ট ও স্বাভাবিক ছিল। অন্যটি শুয়ে ছিল ঘাসের ওপর। পরে এটির মাত্র দুই পা দেখে অবাক হয়ে যাই। তবে জন্মের পরদিন সকালে মেষশাবকটি দুই পায়ে দাঁড়াতে সক্ষম হয়। প্রথমদিকে ভারসাম্য ঠিক রাখতে পারছিল না। কিন্তু এখন পেছনের অংশ উঁচিয়ে দুই পায়ে দিব্যি চলতে পারে।’
জিনজিউ বলেন, ‘মেষশাবকটি প্রচণ্ড সাহসী। ওর ইচ্ছাশক্তি অদম্য। মাত্র দুই পা নিয়ে এটি অন্য মেষশাবকের মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
অরেঞ্জ অনলাইন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment