Thursday, 24 June 2010

মাউস ছাড়াই চালাতে পারবেন কম্পিউটারের সকল প্রোগ্রাম।

ধরুন আপনার একটি এমএস ওয়ার্ড ফাইল তৈরি করা দরকার কিন্তু মাউস নেই এসময় কি করবেন ?

ফলো করুন নিচের কমান্ডগুলো আর জেনে নিন মাউস ছাড়া কম্পিউটার চালানোর উপায়........


১. কী-বোর্ড থেকে স্টার্ট বাটন চাপ দিন। হয়তবা পতাকার মত একটি বাটনও আপনার কম্পিউটারে থাকতে পারে মূলত ওটিই হচ্ছে স্টার্ট মেনু।

২. এখন আপনি চলে যান All Programs এ। কী-বোর্ড এর এ্যারো কী ব্যবহারের মাধ্যমে মাইক্রোসফট অফিস। এখানে Enter ক্লিক করে আবার এ্যারো কী ব্যবহার করুন এবং বেছে নিন মাইক্রোসফট ওয়ার্ড। এখানে Enter প্রেস করলেই Open হবে আপনার এই প্রোগ্রাম।
৩. এখন নতুন পেইজ চাইলে প্রেস করুন Alt+F এবং New page এ গিয়ে Enter দিন। এরপর যা কিছু লিখেন, কোন ফাইল বা ছবি যোগ করার জন্য আবার Alt+F দিন।

৪. Open option এ গিয়ে নির্দিষ্ট ফোল্ডার ওপেন করতে দুই তিনবার Tab চেপে Enter দিন। ফোল্ডার ওপেন হবে।নির্দিষ্ট ফাইল বা ছবি বেছে নিয়ে Enter দিন।

৫. একইভাবে Alt+F চেপে ফাইলকে Save বা Close করে Exit চেপে বন্ধ করুন।

৬. এভাবে একই পন্থায় স্টার্ট বাটন চেপে কম্পিউটার Shut down করা যায়।



পুরো ব্যাপারটা একবার নিজে প্রাকটিস করে দেখুন কখনও কাজে লাগলেও লাগতে পারে।



মাউস ছাড়া মাউস পয়েন্টারকে দিয়ে মাউসের মত কাজ করা যায়। শিক্ষে নিন মাত্র তিনধাপে..

১. প্রথমেই চলে যান Start Menu > Setting > Control Panel.

২. এবার Accessibility option এ ডাবল ক্লিক করুন।

৩. Mouse Tab ক্লিক করুন এবং Use Mouse Keys এ টিক চিহ্ন দিন। এখানে সেটিং থেকে মাউসের স্পীড বাড়িয়ে দিলে একটু ভাল ফল পাওয়া যায়।

ব্যাস আপনার কাজ শেষ। এবার কী-বোর্ড এর Num Lock ক্লিক করে 4,8,6,2 বাটন চারটি মাউসকে স্থানান্তরে ব্যবহার করুন এবং 5 কে Enter এর জন্য ব্যবহার করুন।

তবে একটা বিষয় জেনে রাখা দরকার যে এই সিস্টেম ব্যবহার করলে আপনি ক্যালকুলেটর সাইটি ব্যবহার করতে পারবেন না তবে এজন্য আপনি কী-বোর্ড এর উপরের প্রান্তের সংখ্যাগুলো ব্যবহার করতে পারবেন।

2 comments:

  1. Dear Friend,

    I think you have done a good job and keep up writing. wish you best of luck and my blog address is http://farmantapusourid.blogspot.com/ you can have a look.

    Best regards,

    Tapu

    ReplyDelete
  2. faisal, thnx fr yr tips.deki kame lagaite pari kina......

    ReplyDelete