Monday, 21 June 2010

বি শ্ব কা পে র রে ক র্ড

  সবচেয়ে বেশি গোল—১৫, রোনালদো (ব্রাজিল)।

 এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল—১৩, জাঁ ফন্টেইন।

 এক ম্যাচে সবচেয়ে বেশি গোল—৫, ওলেগ সালেঙ্কো (রাশিয়া-ক্যামেরুন, ১৯৯৪)।

 সবচেয়ে বেশি হ্যাটট্রিক ২টি—স্যান্ডর ককসিস (হাঙ্গেরি, ১৯৫৪), জাঁ ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮), জার্ড মুলার (জার্মানি, ১৯৭০) এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা ১৯৯৪ ও ১৯৯৮)।

 সর্বকনিষ্ঠ গোলদাতা—পেলে (ব্রাজিল, ১৭ বছর ২৩৯ দিন)।

 সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক—পেলে (১৭ বছর ২৪৯ দিন, ব্রাজিল-সুইডেন, ১৯৫৮)।

 সবচেয়ে বেশি বয়সী গোলদাতা—রজার মিলা (৪২ বছর ৩৯ দিন, ক্যামেরুন-রাশিয়া, ১৯৯৪)।

 সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক—তোরে কেলার (৩৩ বছর ১৫৯ দিন, সুইডেন-কিউবা, ১৯৩৮)।

 সবচেয়ে দ্রুততম গোল—১১ সেকেন্ড; হাকান সুকুর (তুরস্ক-কোরিয়া, ২০০২)।

 সবচেয়ে বেশি গোলের ম্যাচ—আর্জেন্টিনা ৭-৫ সুইজারল্যান্ড, ১৯৫৪।

 সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়া গোলরক্ষক—১০ ম্যাচ, পিটার শিলটন (ইংল্যান্ড, ১৯৮২-১৯৯০) ও ফাবিয়েন বার্থেজ (১৯৯৮-২০০৬)।

 সবচেয়ে বেশি সময় গোল না খাওয়া গোলরক্ষক—ওয়াল্টার জেঙ্গা, ৫১৭ মিনিট (ইতালি, ১৯৯০)।

 সবচেয়ে বেশি গোল খাওয়া গোলরক্ষক—২৫ গোল, আন্তোনিও কারবাজাল (মেক্সিকো) ও মোহামেদ আল-দিয়াইয়া (সৌদি আরব)।

 দুবার বিশ্বকাপ জেতা কোচ—ভিওরিও পোজ্জো (ইতালি, ১৯৩৪ ও ১৯৩৮)।

 বিশ্বকাপে পাঁচটি ভিন্ন দেশের কোচ—বোরা মিলুটিনোভিচ (মেক্সিকো ১৯৮৬, কোস্টারিকা ১৯৯০, যুক্তরাষ্ট্র ১৯৯৪, নাইজেরিয়া ১৯৯৮, চীন ২০০২)।

 সবচেয়ে বেশি বয়সী কোচ—সিজার মালদিনি (৭০ বছর ১৩১ দিন, প্যারাগুয়ে ২০০২)।

 খেলোয়াড় ও কোচ হিসেবে টুর্নামেন্ট জয়—মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

 সবচেয়ে দ্রুত লালকার্ড—৫৬ সেকেন্ড, হোসে বাতিস্তা (উরুগুয়ে-স্কটল্যান্ড ১৯৮৬)।

 বেঞ্চে থেকেও লাল কার্ড দেখা ফুটবলার—ক্লদিও ক্যানিজিয়া (আর্জেন্টিনা-সুইডেন, ২০০২)।

 এক ম্যাচে সবচেয়ে বেশি দর্শক—১ লাখ ৯৯ হাজার ৮৫৪; মারাকানা, ব্রাজিল-উরুগুয়ে; ১৯৫০।

 সবচেয়ে কম দর্শক—৩০০; রুমানিয়া-পেরু ১৯৩০।
 
* সংগ্রহ - সুত্র: প্রথম-আলো

No comments:

Post a Comment