Wednesday, 13 October 2010

সেরা পোষাকের বিমানবালা

MSN জরিপে সেরা দশটি পোষাকধারি বিমান যাত্রিদের ভোটের ভিত্তিতে বিমানবালার পোষাকের একটা রেটিং করা হয়েছে। অবশ্য এতে ইউরোপের বিমান যাত্রিরা ভোট প্রদান করেছে বেশি। তাই ইউরোপিয়ান বিমানের আধিক্য বেশি। এই জরিপে পোষাকের রং ও ডিজাইন প্রাধান্য পেয়েছে।

১০. লুতফানসা (Lufthansa):

এটি জামানির বিমান সংস্হা।


৯. জেট এয়ার (Jet Air):

এটি ভারতের বিমান সংস্হা।



৮. এরোফ্লোট (Aeroflot):

এটি রাশিয়ান বিমান সংস্হা।



৭. ডেলটা (Delta):

এটি আমেরিকার বিমান সংস্হা।



৬. সাস অথবা স্যাস (SAS):

এটি সুইডিশ বিমান সংস্হা।


৫. আলইটালিয়া (Alitalia):

এটি ইতালির বিমান সংস্হা। 





৪. আইবেরিয়া (Iberia):

এটি আইবেরিয়ান বিমান সংস্হা।




৩. ব্রিটিশ এয়ার (British Airways):

এটি ইংল্যান্ডের বিমান সংস্হা।



 ২. এয়ার ফ্রান্স (Air France):

এটি ফ্রান্সের বিমান সংস্হা।



১. এবং সবচেয়ে সেরা পোষাকের বিমানবালা:

কাতার এয়ার (Qatar Air):

এটি কাতারের বিমান সংস্হা।

No comments:

Post a Comment